মৌলিক সংখ্যা বা প্রাইম নম্বর কি?
মৌলিক সংখ্যা ( প্রাইম নম্বর ) হল ওইসব সংখ্যা যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। অন্য ভাবে বলা যায় যে, মৌলিক সংখ্যা হল সেই সব ধণাত্মক পূর্ণ সংখ্যা যাদের কে মাত্র ২ টি ধণাত্মক পূর্ণ সংখ্যা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়।
উদাহরণ: ১১
একটি মৌলিক সংখ্যা,
কারণ একে কেবল
১ ও
১১ - এই
দুইটি সংখ্যা দিয়েই
নিঃশেষে ভাগ করা
যায়।
মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়ম ঃ
>> ২ ছাড়া আর কোন জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয় ।
>> কোন একটা নম্বর এর ডিজিট গুলোর যোগফল যদি ৩ দিয়ে বিভাজ্য হয় ,তাহলে সেই নম্বর টি ৩ দ্বারা বিভাজ্য , সুতরাং সেটি মৌলিক সংখ্যা না ।
>> কোন একটা নম্বর এর শেষে যদি ০ বা ৫ থাকে তাহলে সেটি ৫ দ্বারা বিভাজ্য , সুতরাং সেটি মৌলিক সংখ্যা না ।
>> কোন একটা নম্বর মৌলিক কিনা , তা বোঝার জন্য ২ থাকে ওই নম্বর এর বর্গমূল পর্যন্ত পতিটি নম্বরr দিয়ে তাকে ভাগ করার চেষ্টা করতে হবে এবং যদি ভাগ করা যায় তাহলে বলতে পারি নম্বর টি মৌলিক না ।
( যদি ভাগ না করা যায় তাহলে বলতে পারি নম্বর টি মৌলিক হবে । )
>> কোন একটা নম্বর মৌলিক কিনা , তা বোঝার জন্য ২থাকে ওই নম্বর এর বর্গমূল পর্যন্ত পতিটি নম্বর দিয়ে তাকে ভাগ করার প্রয়োজন নাই বরং ২থেকে ওই নম্বর এর বর্গমূল পর্যন্ত প্রতিটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলেই যথেষ্ট ।
>যদি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বলতে পারি নম্বর টি মৌলিক না ।
> যদি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ না করা যায় তাহলে বলতে পারি নম্বর টি মৌলিক হবে ।
>আমরা যদি ৯৭ নম্বর টি মৌলিক নির্ণয় করতে চাই তাহলে >প্রথমে ৯৭ নম্বর এর বর্গমূল বের করি ,
>97 নম্বর এর বর্গমূল হল 9 (আমরা পূর্ণ মান নিব ) ।
> এখন বের করি 2 থেকে 9 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলো :
( 2, 3, 5, 7
)
> 2, 3,
5, 7 এই 4টি নম্বর এর মধ্যে কোনটি 97 দ্বারা বিভাজ্য না । তাহলে বলতে পারি 97 নম্বর টি মৌলিক হবে ।
কোন মন্তব্য নেই